নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে আলম মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কচাকাটা ইউনিয়নের ভোটের হাইল্যা গ্রামের শাহ আলমের সন্তান।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের ডোবার পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
শিশু আলমের পরিবার সূত্রে জান যায়, বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে শিশু আলম মিয়া মায়ের সঙ্গে ঘুময়েছিলো। এ সময় সে সবার অজান্তে ঘরের বাইরে খেলতে বের হয়। পরে মা ঘুম থেকে উঠে বিছানায় ছেলেকে দেখতে না পেয়ে বাড়ির চারিদিকে খুঁজতে থাকেন। একপর্যায় বাড়ির পাশের ডোবায় শিশু আলমের নিথর দেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।