ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারী উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের এক গৃহবধু মোটর সাইকেলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে।
জানাগেছে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের দক্ষিন বলদিয়া (পালপাড়া) গ্রামের নাসির উদ্দীন(করাতি) এর স্ত্রী আয়না বেগম ২ সন্তানসহ মোট ৫ জন একটি ভাড়াকৃত মোটর সাইকেলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় কেদার ইউনিয়নের বাহের কেদার কাজী মসজিদের নিকট মোটর সাইকেল থেকে কোলের সন্তানসহ পাকা রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মারাত্মকভাবে কোলের সন্তান সহ আহত হয়। পড়ে চিকিৎসার জন্য মাইক্রোবাসে রংপুর হাসপাতালে নেয়ার পথে ঐ গৃহবধূ মারা যায়। আহত শিশুটি বর্তমানে কুড়িগ্রামে চিকিৎসাধীন আছে।কচাকাটা থানার ওসি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান লাশ বাড়িতে আনার পর পুলিশী ব্যবস্থা নেয়া হবে।