কবিতাঃ
অন্তহীন কষ্ট
কলমে-লুবনা জেরিন সীমা
তারিখঃ ২৫/০৩/২০২৩

একেকটি মানুষ বুকের মধ্যে
কি পরিমাণ গভীর ব্যথা নিয়ে
বয়ে বেড়ায়,
কেউ তা জানে না …..।

একেকটি মানুষ নিজের মধ্যে
কিভাবে নিজেই মরে যায়,
অন্যেদেরকে ভালো রেখে
কেউ তা জানে না ….।

একেকটি মানুষ নিজের ইচ্ছাকে
কিভাবে পিষে মারে
মনের ভেতরে
জ্বলে পুড়ে রক্তাক্ত হয়
কেউ তা জানে না…।

একেকটি মানুষ মুখ বুঝে
সংসারের ঘানি টেনে কতটা
সহ্য করে যায় সারাজীবন
কেউ তা জানে না…।

একেকটি মানুষ নিজেকে
সঁপে দেয় অন্যের পদতলে
একটু ভালোবাসা পাওয়ার আশায়
কেউ তা জানেনা…।

একেকটি মানুষ নিরব যন্ত্রণা সয়ে
সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টা করে
বিনিময়ে জোটে শুধু অবহেলা
কেউ তা জানে না…।

একেকটি মানুষ আহুত হৃদয়ে
অনাহুত তোলপাড় ভাঙা গড়ার খেলায়
কিভাবে সময় কাটায়
কেউ তা জানেনা…।

Parvez

By Parvez

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *