কবিতা :- বিজয় সূর্য
কলমে :- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
তারিখ:- ২৫/০৩/২০২৩

চলতে অধৈর্য হয়োনা বন্ধু
লম্বা পথেও আছে শেষবিন্দু,
পরীক্ষা এখনও আছে বাকি
প্রস্তুতি কি সারা হলো নাকি?
নিকষ কালো আঁধার রাত
ওই নক্ষত্রের আলোকপাত
শেষ হবে তমসাচ্ছন্ন রজনী
কৃতকার্য হবেই আমি জানি।
ফলাফল ঘোষণা হবে যবে
বিস্ময়ে সবাই চমকে যাবে,
বলবে সাবাস, করেছো কী
এতো ভালো আশা করিনি।
এতটা পথ এসেছো পেরিয়ে
পথের কষ্ট দু’পায়ে মাড়িয়ে,
দেখে সর্পিল ছোট্ট খাড়াই
বুক ধড়ফড় প্রাণ যাই যাই।
মুখ ফিরালে চলবে না পাগল
নির্ভয়ে খোল বাধার আগল,
যেমনি পাহাড় পেরিয়ে যাবে
বিজয়ের সূর্য দেখতে পাবে।

Parvez

By Parvez

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *