কবিঃ রফিকুল হায়দার
ক্ষণিক আগে আমার মুখ হতে যে ভিজে ভিজে সুখ হেসেছিল,
চায়ের কাপটা সামনে আসতেই
সমস্ত জমিনটা নাড়া দিয়ে উঠলো;
তোমার হাতের ছোঁয়ায় ডুকরে কেঁদে উঠেছিল
মানসীর ঝাকড়া চুল,
তারপর যা শুধালে
তাতে বিধাতাও বিক্রি করে দিলো সব ভুল;
এখন থেকে তুমি আর তোমাতে
মাখামাখি হবে কষ্টের বুকে,
তুমি কে? আমি কে?
এটুকুও জানার প্রয়োজন হয়নি কারো;
পাটের গুদামে আগুনের সুখ
অলস হয়ে ঘুমায় অঘোরে,
আমি মনে নিয়েই মেনে নিয়েছি
তোমার বুকে মোড়ানো প্রস্তাবনা;
যেটুকু ভালোবাসা হিদয়ের অলি গলিতে
যা পথ খুঁজে বেড়াতো সব সময়,
তারাও আজ কোমড় মোচড় দিয়ে
আমাকেই শাসিয়ে চলে গেল;
বিজয় হলো তোমার রাজ্যে
পরাজিত হলো বীরোত্তম তোমার প্রণয়,
আমার ভালোলাগা গুলো আপন মনে
নিজেই কারাবরণ করলো;
তোমার দাবীই কাঠগড়ায় দাঁড়ানো
ভালোবাসার জেল দিয়ে দিল,
আমিও স্বপ্নের সিঁড়ি বেয়ে আজীবন
তোমার আকাশে উঠে সুখ কুড়াবো।।