কি হবে তখন
সরদার আব্বাস উদ্দিন
এইযে আমি হাসছি খেলছি গাইছি,
এদিকে ওদিকে ছোটাছুটি করছি,
হঠাৎ একদিন জানতে পারলে- আমি নেই,
অথবা আচমকা একদিন তোমার মৃত্যু সংবাদ পেলাম।
কি করবো আমি?
অথবা কি করবে তুমি?
ফেসবুকে কয়েক লাইন শোকবার্তা
নোট বুকে একটা অণু কবিতা,
কয়েক ফোঁটা লোনা জল
নাকি চিৎকার করে আহাজারি।
কি করবে তুমি?
আমি অনেক লোক নিয়ে উপস্থিত হবো জানাজায়,
মৃত্যু সংবাদ ছড়িয়ে দেবো চারদিকে,
যেন সংখ্যাধিক্যের উপস্থিতি হয় নিশ্চিত।
প্রার্থনায় বসে ফেলবো কিছু অশ্রু,
ফেসবুক ডায়রি নোটবুকে লিখে লিখে-
জানিয়ে দেবো তোমার সব কর্মযজ্ঞের খতিয়ান,
দুনিয়া বুঝবে কতখানি আপন ছিলে তুমি।
অবহেলা ভরে যাকে ফিরিয়ে দিয়েছিলাম বারবার,
তাঁর বিরহে জিয়ারতে হবো মশগুল,
মেনে নেবো তোমাকে, আমার তুমি বলে।
কখনো জানতে চাইবো না সমাধির পাশে বসে,
কতখানি ভালবেসেছিলে আমায়?
শুধু মন ভরে দোয়ায় হবো শামিল,
ওপারে যেন হও জান্নাতী মেহমান।
আর যদি দীর্ঘদিন বেঁচে যাই আমরা,
কাব্যেই হবে কথা
ছন্দেই হবে প্রেম,
কলমেই হবে দেখা
গল্পেই হবে অনুভব,
বাস্তবতার মেলবন্ধনে বন্দি হৃদয়-
পাবেনা কখনো ঠিকানা।