কবিতা-
গোলাম হোসেনের মিনতি
-নাজমুল হুদা পারভেজ
লেখার সময়- রাত ১টা ৬ মিনিট।
তারিখঃ-০৩/০১/২০২২ ইং।
গোলাম হোসেন—–
জি হুজুর,
চুপ করে আছ কেন?
বাংলার খবর কিছু বল
এতো উন্নয়ন করছি দেশের,
তবু -তোমার চোখ কেন জল-ছল?
হুজুর, আমার গুরুত্ব এখন নাই,
কষ্টের কথা,কি করে বলি আপনায় ?
চারিদিকে আমলা- চামচারা করছে গলাবাজি
বলতে কথা, ভয় লাগে। যায় যদি চাকরি?
নতুন-পুরাতন কত চামচা, সব লুটে-পুটে খাচ্ছে
আপনার সাফল্য, সকল অর্জন,ভেস্তে চলে যাচ্ছে।
বলছ কি গোলাম হোসেন?
আমি সবকিছু ঠিকঠাক জানতে চাই।
নির্ভয়ে বলো, তোমার কোন ভয় নাই।
হুজুর, খবর আছে, জবর খবর।
নির্ভয় দিলেন যখন, বলি তাহলে-?
উত্তরের প্রজারা সব মরে অনাহারে,
তাদের অভাব ঘরে ঘরে।
দক্ষিণের প্রজারা সবাই,
আছে ভীষণ ক্ষ্যাপা
পাতালপুরীর দৈত্যরা সব,
রাখছে তাদের চাপা।
পূর্ব দেশের প্রজারা, করছে ভীষণ যুদ্ধ
হুজুর, কি বলি, গোলমাল দেশ শুদ্ধ।
পশ্চিমের প্রজারা সব মরে করোনায়
বৈদ্য, ওষুধ নাইকো তাদের-
নাই কোন থাকার ঘর,
হুজুর, ওদের প্রাণ করে ধড়ফড়।
ধড়ফড়? বলছ কি গোলাম হোসেন?
ঘর, ঔষধ সবই দিচ্ছি, এ সব যায় কোথায়?
হুজুর,পর্দা-বালিশ কিনতে টাকা শেষ,
জনগণ কিছু পায় নাই।
সাংবাদিক মরে সারাদেশে,
তারা বিচার পায় নাই
এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষকরা,
জাতীয় করণ চায়।
বিরোধী-দল করছে মিছিল,
বলছে এ দেশে গণতন্ত্র নাই।
ওদের এসব মিথ্যে কথা- গোলাম হোসেন,
সারাদেশে হচ্ছে নির্বাচন, ভোট দিচ্ছে জনগণ।
গোলাম হোসেন-?
জি, হুজুর।
জনগণের ভোটেই তো আমি নবাব হয়েছি,
তুমিই বলো, আমি মিথ্যে কিছু বলছি ভাই ?
হুজুর, তবুও ওরা বলছে,
তুমি নাকি ভোট চুরি করেছ,
জনগণ তোমাকে ভোট দেয় নাই।
বলবেই তো, ওরা রাজাকার,
স্বাধীনতা বিরোধী বলে-
জনগণ ওদের ভোট দেয় না
তাই ওরা সর্বদাই, বিলাপ বকে চলে ।
অন্য খবর বলো গোলাম হোসেন?
বলো, আমি কি করি নাই?
সড়ক-সেতু হচ্ছে দেশে, নিজেদের টাকায়।
অর্থনীতির চাকা সচল রেখেছি,
বিশ্বমারী চলমান করোনায়,
মানুষের গড় আয়ু বেড়েছে,
বেড়েছে জনতার গড় আয়।
থামুন হুজুর, খবর শুনুন, বলতে দিন আমায়-
চাল,ডাল,তেল,মাছের দাম দ্বিগুণ বেড়েছে,
ক্রয় ক্ষমতা জনগণের নাগালের বাইরে গেছে।
উৎপাদিত কৃষি পণ্যের দাম কমেছে,
গরিব আরও গরিব হয়েছে।
সড়কে ছাত্র মরছে বাস-ট্রাকের চাকায়-
ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে,
এ দেশে কিছু লোক হঠাৎ করেই
আঙুল ফুলে কলা গাছ হয়েছে।
হুজুর,খোঁজ-খবর রাখেন তাদের,
ওরা গাড়ি-বাড়ি কিনছে ঢাকায় ?
গোলাম হোসেন-
আমার হাতে দুদক আছে,
মিথ্যে ভয় পাচ্ছ তুমি,
দৈত্যরা সব থাকতে সাথে,
কে, কি করে, বলো আমায়?
সুযোগ দিয়েছি দ্বিগুণ হারে,
আমলারা জনগণের কামলা দিচ্ছে।
টাকার সাগরে ভাসছে তারা,
দেশে-বিদেশে বাড়ি কিনছে।
সব কিছুই ঠিকঠাক চলছে,
গোলাম হোসেন, কোনই চিন্তা নাই
সুতরাং আমি আছি, আমিই থাকব,
এসব অযথা ভাবছ ভাই।
রাগ করবেন না হুজুর,
একটা কথা বলতে চাই-
বাংলার জনগণ ব্রিটিশ তাড়িয়েছে-
পাকিস্তানীদের করেছে বিদায়।
হুজুর , ভালোবাসি আপনাকে
তাই আজ মিনতি জানাই –
সতর্ক থাকবেন,-সদা সর্বদা
দেশে কিন্ত মীরজাফরের অভাব নাই।
=======