কবিতা-
প্রতিশ্রুতি
কবি-নাজমুল হুদা পারভেজ
লেখার তারিখঃ- ৩১-১২-২০২১ইং
রাত-১১টা ৩০ মিনিট।

কৌমুদী ছড়ানো নীল আকাশটা
প্রকৃতির অপূর্ব পর্বত শৃঙ্গটা
সমুদ্রের নীল জলরাশির বিশালতা
কাছে টানে পেতে পূর্ণতা।

শুধুমাত্র এক জন নারীই
চিত্তবিমোহন করে মধুরত্ব ছড়ায়,
জীবনের শাশ্বত আহŸানে হৃদয়ে
তারিণী কিংবা জীবনকে পোড়ায়।

খুঁজছি আজও পড়ন্ত বিকেলে
ধ্রæপদী সাহিত্য সৃষ্টির সংগ্রমে,
সতত তাকে পাশে পেতে –
তামসী পেরুতে তারিণীকে জনারণ্যে।

মধুরিমা এসেছিল রোদ্দুর ছড়াতে
হৃদয়কে অংশিত করে পালিয়েছে,
জীবন পরিক্রমায় মধুরিমা সমতীত
পুড়ছে সুখ ক্রোধানলের অগ্নিগ্রাসে।

বারবার এসেছে নতুন বছর
হতভাগ্য জীবনটা বিভূষিত হয়নি,
চাঁদের সৌন্দর্য্যে কলঙ্ক আছেই
সমুদ্র জলের লবণাক্ততা যায়নি।

জীবনের চিরায়ত চাওয়া নিয়ে
এখনও অপেক্ষায় থাকি নীরবে,
নির্মল পৃথিবী উপহার দিতে-
আগামী প্রজন্মকে, প্রতিশ্রুতি বুকে।
========

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *