কবিতাঃ স্বভাব
কবিঃ রফিকুল হায়দার
তারিখঃ ২৩/১১/২০২১

নগ্নতার হাত ধরে, অসভ্যতাকে বুকে জড়িয়ে
ওরাই হলো, সেই পিতারই সুসন্তান!
দেহের কষ্ট কমাতে, ছোট আর কম ওজনের
কাপড় জড়িয়েছেন বুকে, এ কোন জন!
দেখোনি তুমি! জোহরা- জুলেখা ওই নামে
ওরা আজো সমাজে মাথা উঁচু করে রয়!
দামী কাপড়ের নেই প্রয়োজন, সে কাপড় চাই,
যে কাপড়েতে শরীর লুকিয়ে যায়!
ফ্রেস ওয়াস আর পারফিউম না-কি বলে,
ওগুলো বাজারেই থাক,দরকার হবে কি ওদের!
এ সবি যে সুগন্ধি ভরা মাছির খাদ্য,
অসম্ভব সুখ জ্বালাতন হয়েছে আজকে ওদের!
মোরা জোহরা-জুলেখা নামেই কাচা মরিচ
যা পান্তা মুসাফির, বিবেকের দাবীদার;
চৌধুরী ভুলো, মুসাফির ভুলো, চাও ক্ষমা তুমি তাঁর কাছে,
তিনিই শুধু করিতে পারেন মাফ,
শান্তি আসবে, মনে পাবে সুখ,
দূরে চলে যাবে মনের কালিমা আর যত অভিশাপ।
ভাতেই কাটাও বাকীটা জীবন! পতিতার হাতে
সোনার পিদিম জ্বলে সেযে অনুক্ষন,
স্বামীর আদর-সোহাগ, সন্তান আছে যে তাতে,
যা আছে পরিবারে, সেই সবেতে হবে যে মোদের জয়!
বাপ রেখেছিল রহমান নাম ধন-সম্পদ প্রতিপত্তি
বেড়েছে ওনার লোকে তাই করে আজ ভয়!
সে থেকেই সে যে হলেন উনি, যে যাহা চায়
ফিরায় না কারো, দুহাতে বিলায়ে করছেন সবি জয়!
নামের শেষেতে চৌধুরী হলো, সাইকেল ফেলে
চার চাকা নিলো শুধুই টাকার ভাড়ে,
মুড়ি খেয়ে খেয়ে কেটে গেছে দিন,
যেভাবে হলেন চৌধুরী সাব কালো টাকারই জোরে;
আদর-সোহাগ কিনছে ওরা, হাটে বাজারে,
আপন জনারে দিয়ে যায় শুধু কালো আর কালো টাকা,
মাঝি ভাই তুমি সারা দিনমান জাল ফেলে ফেলে
মাছ পেলে নাকো সবই গেলো যে ফাঁকা;
ঘরে ফিরে যাবে কখন বন্ধু সময় হয়েছে,
সন্ধ্যা নামিছে চারিপাশ তব হয়েছে অন্ধকার,
আর ফাঁকি নয়, যা ভুল করেছো সমাজেতে আছো
যাবার আগে হাত পেতে দেখো পাবে নাকো কিছু আবার!
এটাই তোমার স্বভাব বন্ধু! দেখেছি সারাটি ক্ষণ,
যতই তোমার থাকনা কেন পেতে চায় আরো মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *