কলমে – বিন্দাস ভার্গব

ফুটপাতে হাটছে পথিক
ফুটপাত কারু কেনা নয়
শহরতলীর অলি গলি
নাম দিয়ে তাই চিনতে হয় |

ফুটপাতেই বসে বাজার
চলা ফেরা বিষম দায়
পেটের দায়ে বসছে এরা
চাকরি হীন , নিরুপায় |

দোকানিরা জ্বালিয়া আলো
বসে আছে অপেক্ষায় ,
হকারগুলো হাঁকতে থাকে
কম দামেতে পাওয়া যায় |

ট্রেনের মধ্যেও হকারগুলো
হরেক মাল বিক্রি করে
এসব দেখে বাচ্চাগুলো
মায়ের কাছে বায়না করে |

দিনের শেষে হকারগুলো
বেচাকেনার হিসাব করে ,
লোকাল নেতা ,থানার পুলিশ
হপ্তা নিতে দাঁড়িয়ে পরে |

এসব দেখেও জনগণ আজ
বসে আছে চুপটি করে
নিজেরটুকু গুছিয়ে নিলেই
প্রতিবাদীরা ও সব ভুলতে পারে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *