শ্রী বিপ্লব জলদাস বোয়ালখালী পৌরসভা চট্টগ্রাম সংবাদদাতা :

একুশে পদক প্রাপ্ত, মাইজভাণ্ডারী গানের অমর কথাশিল্পি কবিয়াল রমেশ শীলের ৫৫তম মৃত্যুবার্ষিকী বোয়ালখালীর পূর্ব গোমদন্ডীর রমেশ ভান্ডার প্রাঙ্গনে যথাযথ মর্যদায় সম্পন্ন হয়েছে।
৬ এপ্রিল সমাধি প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর পরিচালনায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া,
এতে উপস্থিত ছিলেন রমেশ পরিবারের চিত্ত রঞ্জন শীল, কাজল শীল, দুলাল শীল, সুলাল শীল, নেপাল শীল, কল্পতরু শীল, সঞ্জয় শীল, রাইনাল শীল, পায়েল শীল, মাইকেল শীল, তন্ময় শীল, রনধীর শীল, চৈতি শীল, প্রাচুর্য শীল, প্রান্তি শীল, রুদ্র শীল, নিশিতা শীল দিবা, তবলায় সমর শীল, প্রত্যায়ী শীল, ইভা চৌধুরী, প্রমি দে, চৈতি দে, দেবাশমিতা দে, সুদীপ শীল, আর্ধা শরুপমা, হৈমন্তী শীল, ইতু শীল, সনিয়া শীল, রুমা শীল, অনামিকা শীল, জয়রাজ শীল, প্রান্ত শীল, শুভ শীল, বাপ্পু শীল, সৃষ্টি শীল, প্রার্থনা শীল প্রমুখ।
এছাড়া দিন ব্যাপী রমেশ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় রমেশ সংগীতানুষ্ঠান, সন্ধ্যায় মরমী শিল্পীদের পরিবাবেশনায় রমেশ রচিত আধ্যাত্মিক গান পরিবেশন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *