ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারের কমলগঞ্জ শাখা সোনালী ব্যাংক লি: কর্তৃক চিড়া-মুড়ি খাতে প্রকাশ্যে ক্ষুদ্র শিল্প ঋণ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভানুগাছ বাজারস্থ সোনালী ব্যাংক কার্যালয়ে কমলগঞ্জ উপজেলার কাঁঠালকান্দি এলাকায় দেশীয় চিড়া-মুড়ি শিল্প খাতে ৪ জন মহিলা সুকতি রাণী দেবনাথ, আরতি রানী দেবনাথ, সুনীতি রানী দেবনাথ ও বাসন্তি রানী দেবনাথকে ৫০ হাজার টাকা করে প্রকাশ্যে আনুষ্টানিকভাবে ঋণ বিতরন করা হয়। ঋণ বিতরনী অনুষ্টানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা সংগঠনের কমলগঞ্জ শাখার সভাপতি আহমদ সিরাজ, সোনালী ব্যাংক লি: কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক রিপন মজুমদার প্রমুখ।