এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহে কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ড্রাইভারসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে কালীগঞ্জ উপজেলার বেজপাড়া তেলপাম্প নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাস ও ট্র্রাকের ড্রাইভারের অবস্থা আশংকাজনক। তাদের ঝিনাইদহ হাসপাতাল ভর্তি করা হয়েছে। বাকিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো পারুল, সাইফুল, ফারিয়া, টুম্পা, মনিরুজ্জামান, ডলি খাতুনসহ ১০ জন। আহত বাস ও ট্রাকের ড্রাইভারের নাম পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
কালীগঞ্জ থানার এসআই ইমরান আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঝিনাইদহ থেকে যশোরগামী রুপসা পরিবহন বেজপাড়া তেল পাম্পের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস-ট্রাকের ড্রাইভারসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর হাইওয়ে রোডের উপর বাস ও ট্রাক পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সেখান থেকে বাস-ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।