কুড়িগ্রাম প্রতিনিধি :

সেমিফাইনালে জেতার প্রত্যাশা নিয়ে মোটর শোভাযাত্রা করেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় আর্জেন্টিনার সমর্থকরা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে কচাকাটা থানার সুবলপাড় বাজার হতে শোভা যাত্রাটি বের হয়ে থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনাহাট স্থল বন্দর ঘুরে আবার সুবলপাড় এসে শেষ হয়। এসময় শতাধিক মোটরসাইকেল নিয়ে চার শতাধিক সমর্থক শোভা যাত্রায় অংশ নেন। শোভা যাত্রা চলার সময় সড়কের দুপাশে দাড়িয়ে থাকা জনতা হাত নাড়িয়ে এবং আর্জেন্টাইন পতাকা উচিয়ে অভিবাদন জানান। শোভাযাত্রা বের করা আর্জেন্টাইন ফ্যানদের প্রত্যাশা সেমিফাইনাল জিতে ফাইনালে উঠবে তাদের প্রিয় দলটি।

শোভাযাত্রাটির আয়োজক কমিটির আহবায়য়ক আমিনুল ইসলাম তোহা জানান, আজ রাত ১ টায় আর্জেন্টিনার সেমিফাইনাল রয়েছে। এ উপলক্ষে আমরা আর্জেন্টাইন ফ্যান এবং সমর্থকদের উজ্জিবিত করতে এ শোভাযাত্রার আয়োজন করা করেছি। আমরা প্রত্যাশা করছি আর্জেন্টিনা সেমিতে জিতবে এবং ফাইনালে জিতে শিরপা নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন