বিপুল কুমার রায় স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় উত্তর বঙ্গ কীর্তন গোষ্ঠীর মহা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষ্ণ ভক্তরা ১১ আগষ্ট শুক্রবার সকাল ১১ টায় মহামিলন মেলায় সামিল হন।কুড়িগ্রাম ফুলবাড়ীর শেখ হাসিনা ২য় ধরলা সেতু চেকপয়েন্টে নদীর কিরানেই আসন পেতে পূজা অর্চনার মাধ্যমে শুরু করেন মহামিলন মেলার ধর্মীয় কার্যক্রম।
মহামিলন মেলা অনুষ্ঠানটি আয়োজন করেন উত্তরবঙ্গ কির্তন গোষ্ঠী। পূজা অর্চনার পর ভজন কীর্তনে আগত ভক্তরা স্বকন্ঠে মুখরিত করেন শেখ হাসিনা ২য় ধরলা সেতুর পাড়। বাংলার নদীয়ায় পরিনত হয় মহামিলন কেন্দ্র।
বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তরা জানান যে এখানে এসে ভালোই লাগলো সবার সাথে দেখাও হলো মিলন মেলায় অংশ গ্রহন হলো। ভজন কীর্তনের পর মহামিলন মেলায় আসা ভক্তরা মিলন মেলা সমাপ্ত কৃষ্ণ কৃষ্ণ নাম জপিতে জপিতে নিজ গৃহে প্রত্যাবর্তন করেন।