কলমে- মোল্লা হারুন উর রশীদ

নিস্তব্ধ চারিদিকে হৃদয়
অন্ধকারাছন্ন মেঘ
নিঘুম সুগন্ধহীন হৃদয়ের কোলাহল।

ছোটাছুটি চলছে
একে অপরকে ঠগবাজিতে!
এ এক অন্যরকম পেৎ আত্মার মেলা।

কোথাও নেই নুপুরে ঝন ঝনি শব্দচয়ন
শুধু অমানুষের মেলা!

দেখলে চোখের উপরের ভুরু শির শির করে!
মুখগহ্বর খুশ খুশ করে!
চাটুকার চাটুকারিরা ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে!

আমি আজ বড্ড ক্লান্ত!
বলবার ভাষা হারিয়ে ফেলেছি চারিদিকে!

পাড়াহের চূড়ায় পানি নেই
শুস্ক রুপালী পানি
সবুজ পাহাড়ে ঝর্ণা ধারা নেই।
শুধু নেই আর নেই!
অশান্ত হৃদয়
নির্জন গহীনে ছুঁটছে সুখ পাখি ধরতে!

সুখ তো হৃদয়ে
সুখ কি গহীন নির্জন গহীনে
সেটি বহন করবার ক্ষমতা কার আছে প্রাণে!

দিবানিশি ভুল করি
ভুল টাকে ভাল মনে
চলি মোরা ক্ষণে ক্ষণে!

আলোয় আলোয় চলতে চলতে
আঁধার পেড়িয়ে
আলো কি আর পাই ধরতে!

এই পৃথীবির অশান্ত ভেলায়
মানুষ চলছে মিথ্যা আশায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *