তৈয়বুর রহমান, কুড়িগ্রাম
কুড়িগ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক রংপুর বিভাগীয় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী সলিডারিটি টাওয়ারে গণস্বাক্ষরতা অভিযান ও সলিডারিটি এ কর্মশালার আয়োজন করে। সাবেক সিভিল সার্জন ডা: আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা: মো: মনজুর-এ-মোর্শেদ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মো: রুহুল কুদ্দুস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায়, সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ লাল, গণস্বাক্ষরতা অভিযান এর উপ-পরিচালক ড. মো: মোস্তাফিজুর রহমান প্রমূখ।
বক্তারা পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমিয়ে আনার জন্য অভিভাবক, কমিউনিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা, পরিবার কল্যাণ কর্মী, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, স্থানীয় ক্লাবের সদস্যদের সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেয়ার জন্য গুরুত্বারোপ করেন।
কর্মশালায় কুড়িগ্রাম সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার সরকারি, বেসরকারি কর্মকর্তা ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষজন উপস্থিত ছিলেন।