ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: কুলাউড়া চৌমুহনী চত্বরে কুলাউড়া সর্বস্তরের পিডিবি গ্রাহকদের অংশগ্রহণে পলী বিদ্যুৎ কর্তৃক কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ দখলের পায়তারার প্রতিবাদে ও পলী বিদ্যুতের সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবীতে ১৯ জুলাই বুধবার সকাল ১১টায় বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে ব্যানার সহ অংশগ্রহণ করে পিডিবি গ্রাহক সমিতি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি, মৌলভীবাজার জেলা অটো মোবাইল মেকানিক্যাল ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখা, মৌলভীবাজার জেলা অটো রাইছ মিল মালিক সমিতি, কুলাউড়া উপজেলা শাখা, ইলেকট্রিশিয়ান সমিতি, কুলাউড়া উপজেলা শাখা, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ, কুলাউড়া উপজেলা শাখা, ইউনাইটেড রয়েলস্ ক্লাব, আশিকানে ফুলতলী (রহঃ) পরিষদ, কুলাউড়া, শাহজালাল যুব কল্যাণ পরিষদ, কুলাউড়া, কাদিপুর যুব সমাজ। এছাড়াও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি হাজী মোঃ চেরাগ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলী, সাধারণ সম্পাদক গৌরা দে, সংলাপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সিপার উদ্দিন আহমদ, জাসদ কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি সফিক মিয়া, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি আলহাজ্ব মৌলানা আব্দুল ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল মোহিত বাবলু, কুলাউড়া পৌর জাসদের সাধারণ সম্পাদক সফিক মিয়া আফিয়ান, কুলাউড়া যুব ইউনিয়নের সভাপতি মাহবুব করিম মিন্টু, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াকুব, জাসদ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন খান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক হারুন-অর-রশীদ ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান খালিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাজমুল বারি সোহেল, ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, গউছ মিয়া, আব্দুলাহ আল মনি, সফিকুল ইসলাম জায়েদ, ওয়ার্ড সদস্য এইচ.ডি রুবেল, রিয়াজ উদ্দিন, আছকর আলী, অশোক চন্দ, বাচ্চু মিয়া, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক দপ্তর সম্পাদক মইনুল হক বকুল, সাবেক ওয়ার্ড সম্পাদক আব্দুস সত্তার লিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক ব্যবসায়ী/বিদ্যুৎ গ্রাহক, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল মতিন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকিম উদ্দিন আহমদ, জাসদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, বাংলাদেশ আওয়ামীলীগ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পিডিবি গ্রাহক সমিতির আহবায়ক রফিকুল ইসলাম রেনু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সহিদ মাখন, অটো মোবাইল ওয়ার্কশপ মেকানিকেল ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি সিরাজ উদ্দিন বুলু, কুলাউড়া উপজেলা অটোরাইছ মিল মালিক সমিতির নেতা ব্রাহ্মণবাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আপ্তাব মিয়া, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতা শহীদ উল্যাহ, ইলেকট্রিশিয়ান সমিতির কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, আশেকানে ফুলতলী (রহঃ) পক্ষে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, শাহজালাল যুব কল্যাণ পরিষদ কুলাউড়া উপজেলা শাখার পক্ষে কুলাউড়া ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, ইউনাইটেড রয়েলস ক্লাবের পক্ষে সাংবাদিক মাহফুজ শাকিল, লিজেন্ট অব কুলাউড়ার ইমরান আহমদ, কাদিপুর যুব সমাজের ছমির আহমদ প্রমুখ। বক্তারা পলীর ষড়যন্ত্র রুখে দিয়ে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহকে রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পলী বিদ্যুতের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল করার দাবী জানান।