কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের কচাকাটায় বন্যার পানিতে ডুবে বেলাল হোসেন নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনটি ঘটেছে সোমবার দুপুরে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মোল্লা পাড়া গ্রামে। শিশু বেলাল হোসেন ওই গ্রামের আমীর হোসেরে সন্তান। মৃত্যু বেলাল হোসেনের চাচা মোস্তফা মোল্ল্যা জানান, দুপুরে তার বড় বোন স্বামীর বাড়িতে যাওয়ার আগে তাকে ১০টাকার একটি নোট দেয়। বোনের দেয়া সেই ১০ টাকার নোট নিয়ে সবার অজান্তে বাড়ির অদূরে মফিজুলের দোকানে বিস্কুট কেনার উদ্দেশে যায় সে। এসময় বাড়ির অন্য প্রান্তে পরিবারের সকলে তার বোনকে বিদায় দিতে ব্যস্ত ছিলো। দোকানে যাওয়ার পথে বাড়ির নিকটে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তার খালে পড়ে যায় সে। পরে স্রোতের টানে পানিতে ডুবে মারা যায় বেলাল। দীর্ঘক্ষন বেলালকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। পরে রাস্তার খালের পাশে ১০টাকার নোট পড়ে থাকতে দেখে তাদের বুঝতে অসুবিধা হয়না পানিতে পড়েছে বেলাল। পরে খালের পাশের বাশঝাড়ের ভাসা অবস্থায় তার মরদেহ আটকে থাকতে দেখে স্বজনরা। পরে তারে মরদেহ উদ্ধার করে বিকালে স্থানীয় ঢাকডোহর কবরস্থানে দাফন করা হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, প্রকৃত তথ্য জানতে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।