ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জোর পুর্বক কৃষকের জমির ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই কৃষক।
 
জানা গেছে,উপজেলার ঘোগারকুটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কৃষক আনিছুর রহমান (৩০) নানার বাড়ী থেকে প্রাপ্ত ৯ শতক জমিতে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছেন। কিন্তু সম্প্রতি পাশ্ববর্তী পশ্চিম ধনিরাম গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ওই জমিটির মালিকানা দাবী করেন। এক পর্যায়ে তিনি দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে জোরপুর্বক ওই জমির ধান কেটে নিয়ে যান। আনিছুরের পরিবারের লোকজন ধান কাটতে নিষেধ করতে গেলে তারা অস্ত্রসহ তাদের ধাওয়া করে।
ভুক্তভোগী কৃষক আনিছুর বলেন, আমরা প্রায় ৩০ বছর থেকে ওই জমি ভোগদখল করে আসছি। কিন্তু হঠাৎ করে তারা মালিকানা দাবী করে ধান কেটে নিয়ে যায়। আমি এর সুষ্ঠ বিচার চাই।
 
সাইফুলের মোবাইলে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
 
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 
  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন