কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
শিক্ষা মন্ত্রণালয়ের শুদ্ধি অভিযানে পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ (ডি আই এ) শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদে চাকুরী নেওয়া শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করছে। এ তালিকায় কুড়িগ্রামে ৪ শিক্ষকের নাম রয়েছে। জাল সনদে চাকুরী নেওয়া ব্যক্তিদের চাকুরীচ্যুতসহ সরকারি কোষাগার থেকে প্রাপ্ত বেতন ভাতা ফেরতসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে বলে একটি সূত্র জানিয়েছে। চতুর্থ দফায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এমপিও ভূক্ত ৪ শিক্ষকের নাম রয়েছে। তারা হলেন- ভিতরবন্দ দারুস সুন্নাহ ফাজিল মাদ্র্রাসায় কর্মরত সহঃ শিক্ষক মোঃ আঃ রাজ্জাক (গণিত) ফেরতযোগ্য চার লক্ষ আটান্ন হাজার একশত টাকা। মোছাঃ ছামিনা বেগম সহঃ শিক্ষক (সমাজ) ফেরতযোগ্য চার লক্ষ আটান্ন হাজার একশত টাকা। মিনা খাতুন ফেরতযোগ্য এক লক্ষ সাতান্ন হাজার সাতশত পচিশ টাকা। মোছাঃ সারজিনা খাতুন সহঃ শিক্ষক (মৌলভী) ফেরতযোগ্য এক লক্ষ বত্রিশ হাজার পচাত্তর টাকা। উক্ত শিক্ষকরা একই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। মাদ্রাসার চার শিক্ষকের জাল সনদে চাকুরী নেওয়ার ঘটনায় স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসা শিক্ষার্থী ও অভিভাবকেরা হতভম্ব হয়েছে। মাদ্রাসার মত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ গড়ার কারিগর হিসেবে বিবেচিত শিক্ষকরা কিভাবে এধরণের অনিয়ম, দূর্নীতির সাথে জড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।
#