স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামে সদরের হলো খানা ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের সৈয়দ আলী (৪৫) নামের এক কৃষকের শসা ক্ষেত উপড়ে ফেলেছে দূর্বৃত্তরা।

গত রাতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৮ শে জানুয়ারী) দুপুরে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খায়রুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়,সৈয়দ আলী গরীব ও অসহায় কৃষক। নিজের ভিটে মাটি ছাড়া কোন আবাদি জমি নেই। আয়ের অন্য কোন উৎস না থাকায় প্রতি বছরের ন্যায় এবারো ছয় হাজার টাকা দিয়ে ২০ শতক জমি লীজ নিয়ে শসা চাষ করেছে। আশা ছিল এ শসা বিক্রি করে নিজের সংসার পরিজন নিয়ে ভালো থাকবে।কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করেছে দূর্বৃত্তরা।গভীর রাতে শসা ক্ষেতের সব গাছ উপড়ে ফেলেছে।

শসা চাষী সৈয়দ আলী বলেন,মোর সর্বনাশ করছে।একটা শসার গাছও রাখে নাই, সব উপড়ে ফেলেছে। মুই গরীব মানুষ, মোর টাকা পয়সা নাই। কোথায় যাইম, কার কাছে বিচার চাইম।

কান্না জড়িত কন্ঠে বলেন,টাকা না থাকায় শসার পাইকার রফিকুল মহাজনের কাছ থাকি ১৫ হাজার টাকা অগ্রিম নিছং।এখন শসা নাই কি দিয়ে ট্যাহা পরিশোধ করিম। এনজিও থাকি ঋন করা ছাড়া ট্যাহা পরিশোধের কোন উপায় নাই।

হলো খানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ উমর আলী সিটি নিউজ কে বলেন,ভেড়ভেড়ী গ্রামের সৈয়দ আলীর শসা ক্ষেত নষ্ট হওয়ার কথা শুনেছি। ক্ষেতের সাথে প্রতিহিংসা এটা কোন সভ্য মানুষের কাজ হতে পারে না। দূর্বৃত্তদের চিহ্নিত করে কঠিন বিচারের ব্যবস্থা করা উচিত।

কুড়িগ্রাম সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান,ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *