বুলবুল ইসলাম,সদর প্রতিনিধি কুড়িগ্রাম
কুড়িগ্রামে অপহরণ ও খুনের মামলার আট বছরের পলাতক আসামি গ্রেফতার
করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। শনিবার (১১সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চরের ভিতর আসামির চাচার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই যুকবের নাম মোঃ মুকুল মিয়া(৩৭)। তিনি সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ি গ্রামের আব্দার আলী ছেলে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে
অপহরণ পূর্বক খুনের মামলার আট বছরের পলাতক আসামি মুকুল মিয়া(৩৭) কে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে জি আর মামলা ৯৪/২১ ওয়ারেন্ট রয়েছে।
তিনি আরো জানান, একই রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা থেকে মুলতবি গ্রেফতারি পরোয়ানা মূলে ৫ জন আসামি গ্রেফতার করা হয়েছে।