আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম।
কোভিড-১৯ সংক্রমণ রোধে কুড়িগ্রামে আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে হাইফো নজেল ক্যানুলা প্রদান করা হয়েছে।
এফবিসিসিআই এর সহায়তায় শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা চেম্বার অব কমার্স এর উদ্যোগে জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের হাতে দুইটি হাইফো নজেল ক্যানুলা তুলে দেন আগত অতিথিবৃন্দ।
এসময় চেম্বার অব কমার্স এর ভারপ্রাপ্ত সভাপতি মো:আজিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো:জাফর আলী,সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,সিভিল সার্জন ডা:হাবিবুর রহমান,হাসপাতালের তত্বাবধায়ক ডা:এসএম শহীদুল্লাহ লিংকন, চেম্বার সভাপতি আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বাবুল,সাইদ হাসান লোবান ও প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
এসময় বক্তারা করোনা সংক্রমণ জেলায় বৃদ্ধি পাওয়ায় এ হাইফো নজেল ক্যানুলা যে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে সেজন্য জেলা চেম্বার অব কমার্সকে ধন্যবাদসহ আরো সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।