কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নারী শ্রমের বৈষম্য হ্রাস ও মজুরী বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বেসরকারি এনজিও সলিডারিটির বাস্তবায়ন এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, সমষ্টি প্রকল্পের ব্যবস্থাপক, রিজিওনাল প্রোগ্রামার সফিকুল ইসলাম, এনজিও কর্মকর্তা তামান্না মুসরাত, আব্দুল আজিজ মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানে নারী শ্রমিকরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, কাজ সমান করলেও নারীদের মজুরী কম থাকে।
‘নারী শ্রমের সমতা, উন্নয়নের যাত্রা’ শ্লোগানে অনুষ্ঠিত সভায় বলা হয়, একজন নারী বছরে পুরুষের চেয়ে মজুরী কম পায় কমপক্ষে ১১হাজার ৮৬৪ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *