ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ঃ
মৌলভীবাজারে স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্তদের জন্য পুনর্বাসন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভেলরি এন টেলরের সাথে এক মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সৈয়দা সায়রা মহসিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ সমাজের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে সিআরপি’র জন্য সদর উপজেলার মোকামবাজার এলাকায় ৫৩ শতাংশ ভূমির দলিল হস্তান্তর করেন জমিদাতা আফসারুল হক ও আতিকুল হক। ইতোপূর্বে শহরের পশ্চিমবাজার এলাকায় তিনতলা ভবনসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪ শতাংশ ভূমি প্রদান করেন আছিয়া বেগমের পুত্র প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার। এছাড়া বিভিন্ন ব্যক্তি নগদ অর্থ অনুদানের ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *