কুড়িগ্রাম প্রতিনিধি:

‘শ্রেণি সংগ্রাম বেগবান কর, মেহনতি মানুষের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা কর’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ’র ৪২তম ও মহান রুশ বিপ্লবের ১০৫তম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দলের পক্ষ থেকে বিক্ষোভ র‌্যালি ও জনসভার আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুর ২টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে জনসভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা বাসদের আহবায়ক কমরেড ফুলবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড আব্দুল কুদ্দুছ।

জনসভায় বক্তারা বলেন, সংসদে আজ সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নেই। সংসদ পরিণত হয়েছে ব্যবসায়ী আর কোটিপতিদের ক্লাবে। এর ফলে শাষক শ্রেণির দুর্নীতি, লুটপাট আর দু:শাসনের ফলে স্বাধীনতার সেই স্বপ্ন আজ ধুলিস্যাৎ হয়ে গেছে। বেড়েছে বেকারদের সংখ্যা। লাগামহীনভাবে বেড়েছে বিদ্যুৎ, জ¦ালানি তেলসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। সাধারণ মানুষের আজ নাভিশ^াস অবস্থা। কুড়িগ্রামের মানুষ প্রতিবছর নদী ভাঙনে শত শত বিঘা ফসলি জমিন হারাচ্ছে। বন্যায় সর্বশান্ত হয়ে যাচ্ছে তারা। বরাদ্দের নামে চলছে লুটপাট। আমরা দলীয় সরকারে অধীনে নির্বাচন নয়, ইভিএম জালিয়াতি নয়, দল নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিসহ নির্বাচন ব্যবস্থার আমুল সংষ্কার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *