কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে মাঈদুল ইসলাম বাপ্পি (২২) নামে এক বিড়ি-শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সহকর্মী খোকন ইসলামের (৩২) ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
নিহত বাপ্পি শহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। সে কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি সে শহরের জলিল বিড়ি কারখানায় কাজ করতো।
সোমবার (৩০ মে) বিকেলে জলিল বিড়ি কারখানার ভেতর থেকে বাপ্পির লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত বাপ্পি ও খোকন একই কারখানায় দিন মজুরের কাজ করতো। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে খোকন বাপ্পিকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযুক্ত খোকন একই এলাকার মাটিকাটা মোড়ের মৃত বোবা নজিরের ছেলে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তসাপেক্ষে এই হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।