মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে রবিবার সকাল ৮ টার সময় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স
মাঠে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে সালাম গ্রহণ করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা । মাষ্টার প্যারেড শেষে পুলিশ সুপার এমটি সেকশন, রেশন স্টোর ও পুলিশ লাইন্স পরিদর্শন করেন।
মাষ্টার প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিলসেডে কীট প্যারেড অনুষ্ঠিত হয়। কীট প্যারেড শেষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ শৃংখলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। কল্যাণ সভা শেষে সেপ্টেম্বর/২০২১ খ্রিঃ মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় কুড়িগ্রাম জেলা পুলিশ, ০২ জন পুলিশ সদস্য ও ০১ জন সিভিল স্টাফের (বাবুর্চি) অবসর জনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার, কুড়িগ্রাম মহোদয় তাদের ফুলের শুভেচ্ছা, সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার তুলে দেন।
এছাড়াও কুড়িগ্রাম জেলা পুলিশ ব্যাডমিন্টন দলের হয়ে কনস্টেবল/ সাধন কুমার রায় , ও কনস্টেবল/ আহসান হাবিব রংপুর রেঞ্জ কতৃক আয়োজিত পুলিশ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় তাদের নগদ অর্থ পুরষ্কার হিসেবে প্রদান করেন।
এরপর জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা এর সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ এএসপি, সিআইডি, কুড়িগ্রাম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কুড়িগ্রাম জেলার সকল থানা/ইউনিটের ইনচার্জগনের উপস্থিতিতে
সভার প্রারম্ভে সেপ্টেম্বর/২০২১ মাসে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ০৭ জন পুলিশ সদস্যকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন । পুরস্কার প্রাপ্তরা হলেন সেপ্টেম্বর/২০২১ খ্রিঃ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার -মোঃ সুমন রেজা
সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ-মোঃ নবীউল হাসান,পুলিশ নাগেশ্বরী থানা, বিশেষ পুরষ্কার প্রাপ্তরা হলেন, এম আর সাঈদ, তদন্ত রৌমারী থানা, শ্রেষ্ঠ এসআই ও উদ্ধারকারী অফিসার মোঃ আবু সাঈদ বাবলা, কুড়িগ্রাম থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ মামুনুর রহমান ভূরুঙ্গামারী থানা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার-মোঃ আরমানুল হাসান সার্জেন্ট সদর ট্রাফিক, শ্রেষ্ঠ এএসআই মোঃ আনসার আলী ফুলবাড়ী থানা। পুরস্কার বিতরণ শেষে বিভিন্ন থানার গুরুত্বপুর্ণ মামলা,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, মাদক উদ্ধার সহ অন্যান্য বিভিন্ন বিষয় সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়।