স্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কুড়িগ্রাম সদর থানা পুলিশ আজ ২৭/০৪/২১ ইং বেলা ৩.৩০ ঘটিকায় এসআই বাদশাহ আলমগীরও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে
ত্রিমোহনী শাহ পেট্রোল পাম্প ট্রাকের পিছনে থেকে ৪জন কে, জুয়া খেলা অবস্থায় আটক করে।আটককৃতরা হল
কাঠালবাড়ির মহেন্দ্র নারায়ণ গ্রামের মহির উদ্দিনের পুত্র গোলাম রব্বানী(৪৩), পলাশবাড়ি গ্রামের ফারুক মিয়ার পুত্র সবুজ ইসলাম(৩২),ভেলাকোপা গ্রামের খলিলির রহমানের পুত্র বাদশাহ মিয়া(৩০) ও ডাকুয়াপাড়া গ্রামের মজিবর রহমানের পুত্র মোস্তফা(২৪)।এসময়
তাদের নিকট হইতে তাস ও জুয়া খেলার টাকা উদ্ধার করা হয়।পরে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ০৭ (সাত)দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।