মহাগুরু

সারাদেশে শুরু হয়েছে ইউপি নির্বাচন। সংবাদ সংগ্রহের কাজে প্রতিনিয়ত দৌড়াতে হয় গ্রাম থেকে গ্রামান্তরে। সংবাদ সংগ্রহের খাতিরে মিশতে হয় সমাজের সকল শ্রেণীর মানুষে সাথে। শুনতে হয় তাদের বুকে জমানো অনেক কাহিনী। সেদিন কচাকাটায় গেলে দেখা হয় গোলের হাটের ক্যাচালু নামের এক বয়ো বৃদ্ধের সাথে,সাথে আছে বালাবাড়ি অবতার মোড়ের হইবর,কাইচে,আর জবুল্লা মেম্বারের সাথে। যাকে এলাকাবাসী সবাই ক্যাচালু জেঠো বলে। কোন কাম কাজ নেই সারাদিন সুবলপাড়,কচাকাটা,গোলেরহাট,সাদু মোড়ে চায়ের দোকানে আড্ডা দিবে আর ফাউ ফাউ প্যাচাল শুরু করবে। তার এমন আচরনে হোটেল মালিকরা তার জন্য চা ফ্রি করে দিয়েছে। কারন ক্যাচালু জেঠোর ফাউ প্যাচাল শুনতে হোটেলে লোকজনের সমাগম বেশী হয়।

আমাকে দেখেই ক্যাচালু জেঠো একটা লম্বা সালাম দিয়ে বলল কেমন আছেন বাহে সাম্বাদিকের ছাওয়া? আমি বললাম ভাল আছি জেঠো। তবে এলাকার ভোটের কি অবস্থা? তখন শরীরটাকে সোজা করে চেয়ারে বসে শুরু করলেন ক্যাচালু জেঠো ফাউ প্যাচাল। তার প্যাচালগুলো ভিত্তিহীন মনে হলেও বর্তমান সমাজে এরকমই চলছে। তবে আসুন এবার শোনা যাক ক্যাচালু জেঠোর গল্পের ঝুড়ি থেকে নির্বাচনী গল্প।
কেদার ইউনিয়নত তো ভোট নাগি গেইচে বাহে। এলা আস্তা দিয়ে বেড়াইবেন দেইকপেন জনদরদীর কোন অভাব নাই। মুই এলা আগের মতন প্যাচাল পারং না বাহে। হুর সরকার বলে কিসের আইসিটি আইন কইরচে? কুত্তি যাইবেন সউগটায় ভেজাল। দেশত করোনা হৈল সগায় কত ত্রান সাহায্য পাইল আর মুই কোন ত্রানে পাং না বাহে। হুর খালি কিসের আরটিভির চঞ্চল মাষ্টার টিপিত থাকি এক বস্তা সাহায্য দিচিল।আগত সগায় কইচে ক্যারে ক্যাচালু আর ভোট আইসচে এলা সগায় কয়,বাহে ক্যাচালু জেঠো,কাইও কয় ক্যাচালু দুলে ভাই,কাইও কয় ক্যাচালু দাদু আর কত কি। তা যাই হউক বাহে জেঠে^া কইলে কইবেন দুলে ভাই গপপো করে গপপো নু অয় বাহে সাচা কতা। হুর এলা ভোটত দাড়াইলে কোন যোগ্যতা নাগে না বাহে,টাহা হৈলে সউগ হয়। টাহা থাইকলে কলেজের প্রিন্সীপালও তোমার পিএস হয়া কাজ করে। ভোট কাক দিবেন বাহে ? ইন্ডিয়ার গরু চোর করি আনি ব্যবসা করে,সারা বছর চুরি চামারী করে,মদ গাজার ব্যবসা করে,মাগীর দালালী করে ,বিচার শালিশত টাহা নেয়,সুদের ব্যবসা করে,গরীব মানুষের জমি দখল করে ইগলে মানুষক ভোট দেয়া যায়? এই জন্যে মুই এবার ভোট দিবার নুঅং। মনে মনে কং মুই ঢাকাত যায়া নির্বাচন কমিশনারক কইম বাহে,মোর ভোট তুমরা কাটি নেন,দেশত যে অবস্থা তাতে মোর ভোট দেয়া ঠিক হবার নুঅং।(চলবে)
***( সম্পুর্ন কাল্পনিক চরিত্র,তবে কারও চরিত্রের সাথে মিল থাকলে কেহ দায়ী নয়)***
লেখক-সাংবাদিক,সাহিত্যিক,সমাজ সংস্কার,ধর্মীয় গবেষক,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *