মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি:

আগুনে ঘর পড়েছে কিন্তু মন পুড়েনি । তাই নতুন করে জীবন শুরু করতে লেগে পড়েছে ক্ষতিগ্রস্তরা সবাই । তবে স্বপ্ন পূরন করতে চায় সকলের সহযোগিতা । অগ্নিকান্ডে মন না পুড়লেও প্রতিদিন কাজ করে কিছুছু কিছু করে জমানো শেষ সম্বলটুকুও পুড়ে ছাই করে দিয়েছে আগুন । নেই মাথা গোছার জায়গাটুকু। খোলা আকাশের নিচে কোনো রকম পোড়া টিন দিয়ে ঘর বানিয়ে রাত্রি যাপন করছে ওই মানুষ গুলি।

১৯ মার্চ শনিবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে এ দৃশ্য । অনুদানের নতুন টিন ও পুড়ে যাওয়া টিন দিয়ে কোনো রকম নিজে নিজেই ঘর তৈরি করে থাকতে শুরু করছে ক্ষতিগ্রস্তরা । কিন্তুু কিভাবে নতুন জীবন শুরু করতে এ নিয়ে তাদের রয়েছে সংশয় । এদিকে অগ্নিকান্ডের পরই অত্র এলাকার সাংসদ মাননীয় পরাষ্টমন্ত্রীর প্রতিনিধিগন, দিনাজপুর জেলা প্রশাসন, খানসামা উপজেলা প্রসাশন, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি ইউনিয়ন পরিষদ, বিভিন্ন এনজিও, সংগঠন সহযোগীতার হাত বাড়িয়ে দিলেও এখন আর তাদেও কেউ খোঁজ খবর নেয় না বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

উল্লেখ্য, গত ১১ মার্চ রাতে দিনাজপুরের খানসামা উপজেলার সরকার পাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ৬২ টি বাড়ি পুড়ে ছাই হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *