খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ৫০ জন পাটচাষীদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা প্রমুখ। শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারী পাটচাষীদের মাঝে পাটের ব্যাগ প্রদান করা হয়।