খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় শারমিন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ৩১ আগস্ট (শুক্রবার) রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বাউরা পাড়ায়।
মৃত্যু শারমিন এক সন্তানের জননী এবং ওই এলাকার আকতার হোসেন (৩০) এর স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী আক্তার হোসেন কয়েকদিন থেকে বাইরে ছিল আর শুক্রবার রাতে আড়াই বছরের ছেলেসহ শারমিন ঘুমিয়ে পড়ে কিন্তু তাঁর রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেদ করে দেখে ঝুলন্ত অবস্থায় আছে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মেয়ের ভাই ইসাহাক ও আনোয়ার কান্না জড়িতে কন্ঠে বলেন, এটি পরিকল্পিত হত্যা কেননা দীর্ঘদিন ধরে আমার বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এ নিয়ে কয়েকবার বৈঠক হয়েছে কোন ফল আসে নাই।
এবিষয়ে দায়িত্ব প্রাপ্ত তদন্ত কর্মকর্তা এস আই চিত্তরঞ্জন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে আর তদন্তের পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।উল্লেখ্য, শারমিন আক্তারের বাবার বাড়ি দিনাজপুর সদর উপজেলার রানীগন্জ এলাকায়।