ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিমের মোটরসাইকেল থেকে ১০পিচ ইয়াবাসহ ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইফুল (২২) কে আটক করেছে নলছিটি থানার পুলিশ। আজ বুধবার রাত ৯টার সময় কুলকাঠি ইউনিয়নের পরিষদ বাজার নামক স্থানের শাহ আলমের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল কুলকাঠি ইউনিয়নের পশ্চিম পাওতা গ্রামের শের আলীর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই আজিজ, এএসআই জসিম, কুহিন আহম্মদ শিপন ও মেহেদি হাসানসহ পুলিশের একটি টিম কুলকাঠি ইউনিয়নের পরিষদ বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থীতি টের সাইফুল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিমের এপাসি আরটিআর বরিশাল-হ ১১৪৭৯৭ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়। পুলিশের পাওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলের সিটির নিচে তল্লাশি চালিয়ে ১০পিচ ইয়াবা উদ্ধার করে। ইয়াবা উদ্ধার করে মোটরসাইকেল সহ সাইফুলকে থানায় নিয়ে আসে তারা। এব্যাপারে নলছিটি থানায় এএসআই জসিম জানান, গোপন সংবাদে ভিত্তিতে কুলকাঠিতে অভিযান চালিয়ে ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইফুলকে ১০পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার সাথে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে জব্দকৃত মোটরসাইকেল ও ইয়াবা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিমের বলে জানিয়েছেন তিনি। আটককৃত সাইফুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইণে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছে, এই চিহ্নিত মাদক ব্যবসায়ী শামিম ছাত্রলীগের পরিচয় দিয়ে কুলকাঠিসহ বিভিন্নস্থানে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে তুলেছে মাদক বিক্রর জন্য একটি সক্রিয় বাহিনী। তারই এক সদস্যকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসা বাদ করলে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলেও জানিয়েছেন তারা। এই ছাত্রলীগ সভাপতির মোটরসাইকেল থেকে ইয়াবা উদ্ধার ও থানায় সাইফুলের স্বীকারোক্তির পরও শামিমকে আটক না করার এলাকাবাসীর মধ্যে ক্ষোপ বিরাজ করছে বলেও জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *