রাণীশংকৈল(ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান আইনুল হকের বিরুদ্ধে ৮ ইউপি চেয়ারম্যানের আনিত অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে ২৯ আগষ্ট বুধবার বিকালে উপজেলা চেয়ারম্যানের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করেন। এই সংবাদ সম্মেলনে রাণীশংকৈল উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান তার বিরুদ্ধে ৮ ইউপি চেয়ারম্যান আনিত বঙ্গবন্ধুকে কটাক্ষ করার অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে বলেন, ঐ সভায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলোয়াড়দের জার্সি বুটের টাকা নিয়ে ইউপি চেয়ারম্যান এর সাথে আমার বচসা হয় কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোন কথাই হয়নি, তাই বঙ্গবন্ধুকে কটাক্ষ করার কোন প্রশ্নই আসে না। এই অনাস্থা প্রস্তাব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত একটি ষড়যন্ত্র। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রসঙ্গত গত ২৮ আগষ্ট মঙ্গলবার উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও ৮ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে নিয়ে ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্দ্ধ-১৭’ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় ইউপি চেয়ারম্যানেরা উপজেলা চেয়ারম্যানের কাছে নির্ধারিত ২ লক্ষ টাকা বরাদ্দের বাইরে খেলোয়াড়দের জার্সি ও বুটের টাকা দাবি করলে উপজেলা চেয়ারম্যান অপারগতার কথা জানিয়ে ইউপি ফান্ড থেকে জার্সি ও বুটের ব্যবস্থা করার জন্য বলেন। এ নিয়ে ইউপি চেয়ারম্যানদের সাথে উপজেলা চেয়ারম্যানের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানেরা সকলেই সভা ছেড়ে বাইরে গিয়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে কটাক্ষ করার অভিযোগ এনে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব আনেন ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে তা প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *