এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঐ স্কুলের সভাকক্ষে সমাবেশটি হয়। এদিন প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
স্কুলের দাতা সদস্য আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও ঐ স্কুলের প্রধান শিক্ষক জহুরুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এসএমএ মান্নান, সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য আব্দুল হালিমসহ প্রমূখ।
সভায় বক্তারা, নিয়মিত শিক্ষার্থীদের স্কুল পাঠাতে এবং শিশুদের প্রতি খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এছাড়াও মোবাইল ও টিভিতে ছাত্রদের আগ্রহ কমাতে নির্দেশ দেন।