download

মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের খানসামা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটির শুরুতে রাত ১২:০১ মিনিটে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলা শাখা, বাংলাদেশ জাতীতাবাদী দল খানসামা উপজেলা শাখা, খানসামা অনলাইন প্রেসক্লাব, খানসামা প্রেসক্লাব, বাসদ (মার্কসবাদীসহ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল আটটায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, স্কাউট, রোভার স্কাউট, গালর্স গাইড, স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশু কিশোর সংগঠনের সমাবেশ করা হয়। সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধাদের ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অপরদিকে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ সময়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *