এস.এম.রকি খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় চাউল কল মালিক গ্রুপেড নবনির্মিত কার্যালয় মাহাফুজার রহমান চৌধুরী ভবন উদ্বোধন, বার্ষিক সাধারন সভা ও ১৫ সদস্যের কমিটি গঠন হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার পাকেরহাট বাইপাসে ফিতা কেটে কার্যালয় উদ্বোধন শেষে বার্ষিক সাধারন সভা ও সর্বসম্মতিতে কমিটি গঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও জেলা চাউল কল মালিক গ্রুপের সাবেক সাধারন সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন ও সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, খানসামা উপজেলা চাউল কল মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ অনান্য নেতৃবৃন্দ।

আলহাজ্ব মফিজ উদ্দিন হাসকিং মিলের সত্ত্বাধিকারী আসাদুজ্জামান শাহয়ের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন খাদ্য বিভাগের প্রতিনিধিরা, জেলা ও উপজেলার চাউল কল মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *