খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ও পাট ফসলের আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে বিনামূল্যে ১৫০০ জন কৃষককে আউশ বীজ ও সার এবং ৪০০ জন কৃষককে পাটবীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও রাশিদা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও ৬ টি ইউনিয়নের কৃষক-কৃষাণীগণ।