ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিলসহ ৬ জনকে গ্রেফতার করেছে বগুড়ার শিবগঞ্জ থানার পুলিশ। গত কাল শিবগঞ্জের মোকাতলায় ঢাকা গামী বাসের তল্লাশি চালিয়ে তাহাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,নড়াইলে পাখিমারা গ্রামের মোস্তফা মোল্লার ছেলে রমজান মোল্লা (২৪) খুলনা তেরোখাদা উপজেলার সাছিদোহ গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে জীবন বিশ্বসা (২২) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ফুলমতি গ্রামের জোব্বার আলি ছেলে হাফিজার রহমান (২৪) ঠাকুর গাওরে হরিপুর উপজেলার কাঁঠালডাংগি গ্রামের সামছুল হকের ছেলে শাহাজান আলি (২২) আলিমুদ্দির ছেলে মামুন (২১)
ও অঙ্গাত এক জন।

শিবগঞ্জ থানার পুলিশের ওসি মনজুরুল আলম জানান,
গোপন সংবাদের ভিক্তিতে গত কাল শুক্রবার দুপুরে মোকামতলায় যাত্রীবাহি বিভিন্ন যাএীবাহি বাসের তল্লাশি চালিয়ে ১৭ কেজি গাঁজা ও ৬৪ টি বোতল ফেন্সিডিলসহ এসব মাদক ব্যবসায়ীকদেরকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানাই তাহাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *