আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, বিভিন্ন সেক্টরে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস-জঙ্গীবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে স্থানীয় পিটিআই হলরুমে আলোচনা সভানুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট- রোখছানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার- মাশরুকুর রহমান খালেদ, পৌরসভার মেয়র- এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিভিন্ন সেক্টরে সরকারের সাফল্য, উন্নয়ন অব্যাহত রাখতে বাল্যবিয়ে সন্ত্রাস- জঙ্গীবাদসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ সমূহের সফলতা নস্যাত করতে যে কোন অপচেষ্টা সম্পর্কে সকলকেই সজাগ থাকার আহবান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, নারী ও শিশু উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য যোগাযোগ প্রযুক্তিসহ বিশেষ উদ্যোগ সমূহের মধ্যে- একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুত, শিক্ষা সহায়তা কর্মসূচী, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষার আলোকপাত করে বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার- আলিয়া ফেরদৌস জাহান, পিটিআই সুপার- শামছিয়া আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার- আমিনুল ইসলাম। এর আগে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পরে অতিথিবৃন্দের উপস্থিতিতে সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন জেলা তথ্য অফিসার- সাবিহা আক্তার লাকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *