সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ২একর জমিতে কৃষি কর্মকর্তার সহযোগিতায় নতুনভাবে লালতীর কিং ও লালতীরঃ-২০পেঁয়াজ চাষ করে ভাল লাভবান হয়েছেন কৃষক মো জাফর ও খায়ের আহমদ। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পেয়ে খুশি তারা।

উপজেলার বাজালিয়া ইউনিয়নের পেঁয়াজচাষি জাফর ও খায়ের আহমদ বলেন, এ বছর আমরা ২একর জমিতে সাতকানিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বাজালিয়া ব্লকের অফিসার টিটু দাসের সার্বিক সহযোগিতায় লালতীর কিং ও লালতীর ঃ- ২০ জাতের পেঁয়াজের চাষ করেছি। বাজারে দাম ভালো, আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের পাশাপাশি ভালো লাভের আশা করছি।

সাতকানিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বাজালিয়া ব্লকের অফিসার টিটু দাস বলেন, বাজারে পেঁয়াজের দাম ভালো তাই চাহিদাও বেশি। সে কারণে কৃষকদেরকে পিয়াজ চাষ করার জন্য উদ্ভুদ্ধ করার পাশাপাশি সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন বলে জানান । ইতোমধ্যে নতুনভাবে পেঁয়াজ চাষ করে কৃষকরা সফল হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছ। আমরা প্রতিনিয়ত চাষিদের পাশে থেকে পরামর্শসহ নানা প্রকার সহযোগিতা করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *