চিলমারী,কুড়িগ্রাম, থেকে শ্যামল কুমার ঃ
বিভিন্ন ঋণ কর্মসূচীর টাকা আত্মসাতের ঘটনায় চাকুরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন কুড়িগ্রামের চিলমারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি অনুযায়ী তাকে বরখাস্ত করে কর্তৃপক্ষ । কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ –পরিচালক মো. আলী আর রেজা বিষয়টি নিশ্চিত করেন।
জানাযায়, মোঃ মনিরুজ্জামান উলিপুর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা থাকাকালীন ২০১৯-২০ অর্থবছরে বিভিন্ন ঋণকর্মসূচীর ৪৮ লাখ ৫২ হাজার ৬৭৪ টাকা ও ২০২০-২০২১ অর্থবছরের ২ লাখ ৭৪ হাজার ২’শ টাকাসহ মোট ৫১ লাখ ২৬ হাজার ৮৭৪ চেকের মাধ্যমে ব্যাংক হতে উত্তোলন করে যথাযথ ব্যয় না করে আত্মসাত করেন। ঋণ কর্মসূচীর টাকা আত্মসাতের সত্যতা পাওয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ মোখলেছুর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
কুড়িগ্রাম যুবউন্নয়ন অধিদপ্তরের উপ –পরিচালক মো. আলী আর রেজা জানান, গত ১ তারিখে এ বিষয়ে অধিদপ্তর থেকে চিঠি এসেছে।