এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ (জেনুকাস) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২ আগস্ট (বৃহস্পতিবার) রাতে ম্যানেজম্যান্ট স্টাডিস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বিপ্লব সরকারকে সভাপতি এবং ভূগোল ও প্রাকৃতি দূর্যোগ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী পলাশ রায় প্রিন্সকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হল সহ-সভাপতি মমিনুল ইসলাম মিলন ও মাইমুনা চৌধুরী মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন সরকার, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম, অর্থ সম্পাদক পলাশ রায় (জুনিয়র), ক্রিড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আরা সুবর্ণা, দপ্তর সম্পাদক কামরুজ্জামান জিনান ও সাহিত্য বিষয়ক সম্পাদক আনজু শাহরিয়ার প্রিন্স।