এস.এম হোসাইন আছাদ ॥
জানুয়ারি-২০২৩ মাসে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ। সোমবার দুপুরে জামালপুর পলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্স শেষে তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। পরে তার হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার তুলে দেন জামালপুরের পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদ। এসময় জামালপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় কাজী শাহনেওয়াজ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন জামালপুরের পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদ ও জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দসহ জামালপুর সদর থানায় কর্মরত সহকর্মীদের প্রতি। সেই সাথে তিনি আগামীতে জামালপুরের অপরাধ প্রতিরোধে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2023/02/received_939690070729928.jpeg)