ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলা সেচ্ছাসেব লীগের আয়োজনে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বিকালে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দলিও কার্যালয়ে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ এর সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী, লুৎফে আকবর চৌধুরী রাজা, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ ই এম মাসুদ রেজা, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম বেলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক নাহিদ আছ সাকিব, সাবেক যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক খাজা মইনুল ইসলাম অলক, সাবেক সদস্য উজ্জ্বল মিন্জি প্রমুখ।
জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী এর সঞ্চালনায় জেল হত্যা দিবসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।