ফারহানা আক্তার,, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে অস্ত্র মামলায় মাসুদুর রহমান সুজন নামে একজনকে যাবজ্জীবন ও মোস্তাফিজুর রহমান সুমন নামে আরেক জনকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার আসামীদের অনুপস্থিতে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার তালুকদার পাড়ার চপল আবু কায়সারের ছেলে মাসুদুর রহমান সুজন ও ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান সুমন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ০৭ এপ্রিল বিকেলে ক্ষেতলাল উপজেলায় টহল দিচ্ছিল জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল। তখন তাদের কাছে গোপন খবর আসে নিশ্চিন্তা বাজার এলাকায় অস্ত্র পাচার হচ্ছে। এমন খবরে সেখানে অভিযান চালায় তারা। এসময় মাসুদুর রহমান সুজনের দেহ তল্লাশী করে একটি পিস্তল ও ম্যাগাজিন এবং মোস্তাফিজুর রহমান সুমনের দেহ তল্লাশী করে তাজা গুলি উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পরের দিন ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করে র‍্যাব। এ মামলার দীর্ঘ শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন