ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুরের বিরামপুর উপজেলার তিওর গ্রামের মজিবর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১০ অক্টোবর পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে অটোযোগে জয়পুরহাটের দিকে আসছিলেন মঞ্জুয়ারা বেগম। গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার বনখুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সেই অটো আটকিয়ে তল্লাশী করে। এসময় ওই নারীর কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয় । এ ঘটনায় সেদিনই সদর থানায় একটি মামলা দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মনছুর রহমান। এ মামলার দীর্ঘ শুনানি ও ৫ জনের স্বাক্ষী গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

মামলাটির রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলী (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল, আসামিপক্ষের আইনজীবী রায়হান নবী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *