ফারহানা আক্তার,, জয়পুরহাট প্রতিনিধিঃ

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার শীর্ষস্থান অর্জন করেছে। এই কলেজ থেকে ৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মোট ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার শতভাগ এবং জিপিএ ৫ পেয়েছে ২১৮ জন। এ ছাড়া জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২০৯ জন, আর পাশের হার শতভাগ জানান প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানান, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম সুযোগ্য তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
পরীক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ শিক্ষকবৃন্দ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের সহযোগিতার কথা উল্লেখ করেন। কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,সাংবাদিককে বলেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *